বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
 

ইবিতে ‘শহীদ ওসামা-সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪

---
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিকেট মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওসামা ও সাব্বিরের স্মরণে স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এতে বিভিন্ন গ্রুপে মোট ৩২ টি দল অংশগ্রহণ করেছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোছাইন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।

প্রসঙ্গত, শহীদ ওসামা কুষ্টিয়ার দহকুলা গ্রামের বাসিন্দা ও মাদরাসাছাত্র ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলরত অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন। অন্যদিকে শহীদ সাব্বির ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।তিনি ঢাকার উত্তরা-আজমপুর এলাকায় থাকতেন।জুলাই আন্দোলন চলাকালে ঔষধ কিনতে বাইরে গেলে পুলিশের গুলিতে শহীদ হন ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon