বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
 

চট্টগ্রাম বিএসটিআইয়ের উদ্যেগে মোবাইল কোর্ট পরিচালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪

---
কে.ডি পিন্টু (চট্টগ্রাম) :
পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই লক্ষ্যে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যেগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১১ ডিসেম্বর বুধবার  পরিচালিত উক্ত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপ:
(১) এস  এ  ট্রেডার্স প্রোডাক্টস, কুলগাঁও, জালালাবাদ, বায়েজিদ, চটগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট এর উপস্থিতি টের পেয়ে  প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী/দায়িত্বশীল ব্যক্তি পালিয়ে যায়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রূপচাঁদা ব্র্যান্ডের সাদৃশ্যপূর্ণ মোড়কে ফর্টিফাইড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করে আসছিল। জনস্বাস্থ্য বিবেচনায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কারখানাটি সীলগালা করা হয় এবং আদালত প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর বিরুদ্ধে চিফ জুডিসিয়াল কোর্টে নিয়মিত মামলা দায়ের এর নির্দেশ প্রদান করেন।
(২) কিংস কনফেকশনারী বাংলাদেশ পিটিই লিমিটেড, দামপাড়া, চট্টগ্রাম নামীয় প্রতিষ্ঠানটিতে সিএম লাইসেন্স ব্যতীত ডেকোরেটেড কেক পণ্য উৎপাদন ও বাজারজাত করতে দেখা যায়। পণ্যটি বিএসটিআই’র নতুন বাধ্যতামূলক হওয়ায় আদালত তাকে সতর্ক করে এবং  অতিসত্বর বিএসটিআই হতে সিএম সনদ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
(৩) বিআরটিসি ফিলিং স্টেশন,  নতুনপাড়া, হাটহাজারী রোড, চট্টগ্রাম প্রতিষ্ঠান এর ০২টি ডিজল ও ০১টি অকটেন ডিসপেনসিং ইউনিট এর পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়।
উক্ত মোবাইল কোর্টটি বিএসটিআই’র  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে পরিচালিত হয়। সহযোগিতা করে চট্টগাম এপিবিএন-৯। উক্ত মোবাইল কোর্টে জনাব নিখিল রায়, সহকারী পরিচালক(সিএম), জনাব রিগ্যান বৈদ্য, সহকারী পরিচালক( সিএম), জনাব ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার( সিএম), জনাব মোঃ খাইরুল ইসলাম,  ফিল্ড অফিসার (সিএম), জনাব মোঃ আব্দুর রহিম, ফিল্ড অফিসার (সিএম), জনাব সজীব চৌধুরী, পরিদর্শক (মেট) অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম বিএসটিআইয়ের সহকারী পরিচালক নিখিল রায় বলেন, জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon