আশিকুর রহমান, জবি প্রতিনিধি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবন একাডেমির ষষ্ঠ তলায় সিএসই বিভাগের ৬০২ নম্বর কক্ষে এ অনুষ্ঠান হয়।
বাংলাদেশ তরুণ লেখক ফোরাম, জবি শাখার সভাপতি জনাব আবুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন।
কোরআন তেলওয়াত ও গীতা পাঠের অনুষ্ঠান শুরু হয়। এর পর মূল প্রোগ্রাম শুরু হয়। নবীন সদস্যদের বরণের পাশাপাশি সেরা উদীয়মান লেখক, মাসিক সেরা লেখকদের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়। এরপর শুরু হয় বক্তব্যপর্ব।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশকে আপনারা নতুনরা যেভাবে পেয়েছেন এটা এতো সহজ ছিলনা। প্রতিটি ক্যাম্পাস ছিল নির্যাতিত। আপনারা অনেক ভাগ্যবান কারন একটি সুন্দর ও সুশৃঙ্খল ক্যাম্পাস পেয়েছেন। আপনারা জবিতে যে আবাসন সঙ্কট তা নিয়ে লিখতে পারেন। আপনারা নিয়মিত দেশের নানা বিষয় নিয়ে লিখতে পারেন।
তিনি আরোও বলেন লেখালেখি আপনার মেধাকে শানিত করবে। তরুণ কলাম লেখক ফোরাম সকল লেখকদের নিয়ে কাজ করে ও করবে। সামনে আমাদের বড় পরিসরে সারা বাংলাদেশের সকল শাখার লেখকদের নিয়ে বড় কিছু প্রোগ্রাম করতে যাচ্ছি ইনশাল্লাহ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জবি শাখা সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন, আমাদের তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার থেকে আদর্শ মানুষ ও ভালো মানের কিছু লেখক ও সত্যিকারের দেশপ্রেমিক তৈরি করার লক্ষ্যে কাজ করছে। আমরা নিয়মিত পাঠচক্র ও সেমিনার আয়োজন করি যা চলমান থাকবে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,জবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ খ্রিষ্টাব্দের যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।এর কিছুদিন পরেই যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। আমরা নতুনদেরকে ভালো মানের লেখক তৈরিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,জবি শাখার কার্যনির্বাহী সদস্যগণ ও নবীন সদস্যরা।
মন্তব্য