শামীমা রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীর শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিভাগের সভাপতি ড. মো. রশিদুজ্জামান, প্রভাষক মো. উজ্জ্বল হোসেন ও বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রশাসন ভবন থেকে শোক র্যালি শুরু করে। এসময় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে যায়। পরবর্তীতে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
উল্লেখ্য, শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তারা।
মন্তব্য