নিজেস্ব প্রতিবেদক
লাদেশের বহুল পরিচিত কন্ডিশন্ড গাড়ি ব্যাবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেইকেলস ইমপেটার্স এ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন বারবিডা। গামী ২১ ডিসেম্বর ২০২৪ বারবিডার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে গত ১ নভেম্বর রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)’র বর্তমান নির্বাচন কমিশন বাতিল চেয়ে স্বাধীন নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সংগঠনটির সদস্য মোঃদিনুল ইসলাম।
২০২৪-২০২৬ নির্বাচনের বারভিডার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক সাংবাদিকদের জানান, রাভিডার কিছু অসাধু দুষ্টু চক্র এ নির্বাচনকে বানচাল করার জন্য ভিত্তিহিন তথ্য দিয়ে ভিবিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে , যা বারভিডা ও দেশের জন্য অনেক বড় ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে।
বারভিডার বেশিরভাগ সদস্য ও ব্যাবসায়িদের দাবি তাফসিল ঘোষণার তারিখেই নির্বাচন হোক। সংগঠনটির বেশিরভাগ সদস্যদের অভিযোগ,উচ্চ আদালতকে ব্যবহার করে বারভিডার ২০২৪-২০২৬ নির্বাচনকে বাতিল করার জন্য কিছু অসাধু চক্র উঠে পড়ে লেগেছে।২৪-২৬ নির্বাচন নিয়ে হাইকোর্টের কোন নির্দশনা নেই। তারপর ও একটা দুষ্টু চক্র মিথ্যা বানোয়াট ভিবিন্ন মাধ্যমে অপপ্রচার করছে।
এখানে হাজারের উপর সদস্য রয়েছে, তারা প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা সরকারকে ট্যাস্ক দিয়ে থাকেন। এখানে প্রশাসক নিয়য়োগ হলে এ এ্যাসোসিয়েশন অনেক ক্ষতির সমুক্ষিনও হবে।
আব্দুল হক বলেন, যদি কোনো সদস্যের অভিযোগ থাকে তারা আবেদন করে জানাতে পারে, বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে আমার ৬ মাস পিছিয়ে পড়েছি।আমরা আর পিছাতে চাই না।
প্রতি বছর জুন মাসে রাষ্ট্রীয় বাজেট হয়ে থাকে আমরা চাচ্ছি বাজেটের আগে আমাদের সকল কাজ শেষ করতে। যাতে বাজেটে আমাদের আশা আকাঙ্খা প্রতিফলন ঘটাতে পারি।
আমাদের এ সংগঠনের সাথে হাজার হাজার মানুষ যুক্ত রয়েছে। নির্বাচন পিছিয়ে গেলে সকলে বিপদের সমুক্ষিন হবেন।
বারভিডার ২০২৪-২০২৬ নির্বাচন নির্ধারিত ২১ ডিসেম্বর সম্পূর্ণ হওয়ার জন্য সদস্যরা গণস্বাক্ষর দিচ্ছেন। সকল সদস্যদের দাবি নির্ধারিত তফসিলেই নির্বাচন অনুষ্ঠিত হোক। বারভিডার একাধিক সদস্য গণমাধ্যমকে জানান, নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হোক, এবং নির্বাচিত কমিটির মাধ্যমেে আমরা আমাদের দাবি দাওয়া সরকারের কাছে তুলে ধরতে চাই। তাই একটাই দাবি তফসিলে বর্ণীত সময় অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হোক ।
মন্তব্য