মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পজেলার ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯ জন শিশু শিক্ষার্থী দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। ত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান। সময় আরও উপস্থিত ছিলেন দুদুখান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতি, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুন্নাহার লাখীসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ।
উপজেলা সহকারি লিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান বলেন, জাতীয় মহান বিজয় উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে ১৬ ডিসেম্বর পুরস্কার বিতরণ করা হবে।
মন্তব্য