বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
 

গোয়ালন্দের সিরাজুল হেল্থ এ‍্যাসিস্টেন্স এ‍্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ হেল্থ এ‍্যাসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সর স্বাস্থ‍্য সহকারি সিরাজুল ইসলাম চানমিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ হেল্থ এ‍্যাসিস্টেন্স এসোসিয়েশনের প‍্যাডে চার সদস্য বিশিষ্ট এ কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

এ কমিটিতে কালুখালী উপজেলার আবু নাসির উজ্জ্বল সভাপতি, রাজবাড়ী সদর উপজেলার  আবু মজনু বিশ্বাস সাংগঠনিক সম্পাদক ও বালিয়াকান্দি উপজেলার মো. মশিউর রহমান কোষাধ‍্যক্ষ নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য সিরাজুল ইসলাম চানমিয়া বাংলাদেশ হেল্থ এ‍্যাসিস্টেন্স এসোসিয়েশন কেন্দ্রীয় শাখার আহবায়ক কমিটির সদস্য। তিনি স্বাস্থ‍্য সেবার পাশাপাশি সামাজিক, ধর্মীয় এবং ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। দীর্ঘ এক বছর তিনি গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির উপদেষ্টা পরিষদ সদস্যর দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ হেল্থ এ‍্যাসিস্টেন্স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চানমিয়া জানান, সংগঠনটি সারা দেশব‍্যাপী স্বাস্থ‍্যসেবা কর্মীদের বিভিন্ন প্রকার অধিকার আদায়ে কাজ করছে। এমন একটি সেবামূলক সংগঠনে আমাকে রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon