মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
“মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও” এই স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়রা।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে শহরের চৌরাস্তায় জেলার সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, একটি সংগঠনের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পীদের, শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে।
কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে যখন আমাদের ক্রিকেট খেলোয়াড়রা আগামী ঢাকা ১ম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে। সেই সাথে জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চুড়ান্ত প্রস্তুতিও চলমান।
চলমান এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে। যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। এবং পরবর্তীতে মাঠ প্রস্তুত হতে অনেক অর্থ ব্যায় হবে। তাই সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানান।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
ক্ষয়ক্ষতির বিষয়টি মাথায় রেখে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করা হবে বলে জানান জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
মন্তব্য