বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
 

তারেক রহমানের মিথ্যা মামলা তুলে নিতে ঢাকা কলেজ ছাত্রদলের মৌন মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪

---
ঢাকা কলেজ প্রতিনিধি
বিভিন্ন নৈরাজ্য ও স্বৈরাচার ঠ্যাকাতে ঢাকা কলেজের ছাত্রদল বদ্ধপরিকর। আজ (১৮ ডিসেম্বর) দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় ঢাকা কলেজে ছাত্রদলের পক্ষ থেকে তারেক রহমানের মিথ্যা মামলা তুলে নিতে মৌন মিছিল সম্পন্ন হয়েছে।
গত ৫ই আগস্ট সাবেক স্বৈরাচার সরকার  শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। শেখ হাসিনার আমলে, বিভিন্ন জেল, জুলুম মামলা ও হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গসংগঠন ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কয়েকটি মিথ্যা মামলা রয়েছে। যার সাথে সম্পৃক্ত ছিলেন না তারেক রহমান। সাবেক সরকার বিভিন্ন নৈরাজ্য নামে মামলা দিয়ে তাকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেন। তার এই প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদল একটি মৌল মিছিল করেন।

দেখা যায় মিছিলে ছাত্রদলের স্লোগান ছিল, তারেক রহমানের মিথ্যা মামলা তুলে নাও নিতে হবে, তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ঢাকা কলেজ আসছে রাজপথ কাঁপছে, ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা সহ বিভিন্ন শ্লোগানে উত্তোলিত করেন রাজপথ।
এ সময় তারা, ঢাকা কলেজের উত্তর হল হয়ে সাইন্সল্যাব ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ করেন।
---
এ সময় উপস্থিত সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইব্রাহিম কারদী। তিনি বলেন, বিভিন্ন নৈরাজ্য ঢাকাতে ঢাকা কলেজের ছাত্রদলের যথেষ্ট। আমরা অনতিবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিথ্যা মামলা তুলে নেয়ার আহবান করছি। আগামীতে আমাদের এই ছাত্র সংগঠন একটি নতুন বাংলাদেশ গর্বে।
এ সময় উপস্থিত ছিলেন, ইব্রাহীম কার্দী ,শাহাবুদ্দীন চৌধুরী ইমন, আবির রায়হান,তাজবিউল হাসান, জাহিদুল ইসলাম সিহাব,রেজাউল ইসলাম, এস এম মাজেদুল ইসলাম , রাশেদুল আমিন।
যুগ্ম সাধারণ সম্পাদক , মামুনুর রহমান মামুন, এম.এ ইমরান (আল ইমরান) , মেহেদী হাসান মাহী, গোলাম রাব্বানী , তারেক জামিল, হাসনাইন আহমেদ।

সহসাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহসম্পাদক,  সদস্যবৃন্দ এবং বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আনুমানিক ৩০০ এর অধিক নেতাকর্মী উক্ত মিছিলে অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon