শামীমা রহমান, ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার জোরাপুকুরিয়া বৃদ্ধাশ্রমে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম এবং সহ-সভাপতি মো. মোরছালিন ইসলামসহ একদল নিবেদিত প্রাণ সদস্য অংশ নেন।
সকাল সাড়ে ১১ টা থেকে সংগঠনের সদস্যরা বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে সময় কাটিয়ে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেন। এসময় তারা ২১ জন অসহায় মা-কে শীতবস্ত্র বিতরণ করেন।
কর্মসূচিতে সভাপতি মো. ইমদাদুল হক সন্তানের দায়িত্ব ভুলে যাওয়া অনেকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পিতামাতা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের ভালোবাসা ও সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখুন।”
ইতঃপূর্বে সিআরসি ইবি ক্যাম্পাসের ডায়না চত্বরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। সেখানে সিআরসি সভাপতি মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মো. শাহিদ কাওসার এবং সহ-সভাপতি হাসিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহ-সভাপতি মোরছালিন ইসলাম এবং কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ।
প্রসঙ্গত,২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠন সিআরসি পথশিশু থেকে শুরু করে অসহায় মায়েদের জন্য সর্বদা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মন্তব্য