বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
 

রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে অশ্লীল নৃত্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে  গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার মৃগী ইউনিয়নের ডি.বি.পি বাজার বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে।
সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিনস প্যান্ট ও টপস পরে তরুণীর আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। তাদেরকে হিন্দি গানেও নাচতে দেখা যায়। ভিডিওটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
---
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্কুল ছাত্রী জানায়, আমার মা ও ছোট বোনদের নিয়ে অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম হিন্দি গানের সাথে সাথে অশ্লিল নাচ হয়েছে। এই নাচগুলো দেখে আমাদের অনেক খারাপ লেগেছে। এরকম অনুষ্ঠান আমরা আশা করিনি। মা বোনদের সাথে এরকম দৃশ্য দেখা লজ্জাজনক বিষয়।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানায়, ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষ মা-বোনের  ইজ্জতের বিনিময়ে কি এই স্বাধীনতা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে  হিন্দি গানের সাথে এরকম অশ্লীল নাচ আমাদের কাম্য ছিল না।
এ ঘটনায় ডি.বি.পি. বাজার বণিক সমিতির সভাপতি আবু সাঈদ হান্নানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ করেননি।

---
জানা গেছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ডি.বি.পি. বাজার বণিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে  মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাহিরের নৃত্যশিল্পী এনে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon