বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
 

ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্ৰুপের নেতৃত্বে দিদারুল-সাঈম

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪

 ---

শামীমা রহমান, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্ৰুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে আল-ফিকহ্ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম রাসেলকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈমকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।
বুধবার সংগঠনটির সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ এবং আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম ও আরএসএল অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্ৰুপের সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ০১ (এক) বছরের জন্য নিম্নোক্ত ইউনিট কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনিত করা হলো। পূর্ণাঙ্গ কমিটি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।
নবনিযুক্ত ইউনিট কাউন্সিলের সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন,”আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব বাস্তবায়নের ক্ষেত্রে রোভার স্কাউট এর লক্ষ্য উদ্দেশ্য এবং বিপ্লবের চেতনার সমন্বয় ঘটাবো। যাতে করে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারি। পরিশেষে, সকল কর্মকাণ্ডে সকলের সহযোগিতা একান্ত কাম্য।”

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon