আশিকুর রহমান, জবি প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে বিপ্লবীদের গুপ্ত হত্যার তদন্ত ও বিচার এবং নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিচার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়। এর আগে বিক্ষোভকারীরা সন্ত্রাসীদের বিচার চেয়ে নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
এ সময় তাঁরা আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, বিপ্লবীরা এক হও, ফ্যাসিবাদ রুখে দাও, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, আওয়ামী লীগের ঠিকানা, স্বৈরাচারের ঠিকানা, এই বাংলাতে হবে না, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ সহ নানা স্লোগান দেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ বলেন, পতিত আওয়ামীলীগ,আমলারা, ছাত্রলীগ তারা এখনো বাংলার জমিনে রয়ে গেছে।তারা ষড়যন্ত্র করছে।বিপ্লবীদের আহত করার,খুন করার চেষ্টা করছে। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানজিল বলেন, সরাদেশে বিল্পবীদের চিহ্নিত করে আহত,নিহিত করছে। এমতাবস্থায় সারাদেশে বিল্পবীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারে তাহলে বিপ্লবের সুফল কীভাবে আসবে। এই সরকার বিপ্লবীদের যদি নিরাপত্তা দিতে না পারে,১৮ কোটি জনগনকে কীভাবে নিরাপত্তা দিবে। আপনাদের উপর তা আস্থা আছে তা যদি নষ্ট করে ফেলেন আমাদের আর কিছু করার থাকবে না। দেয়ালে পিঠ ঠেকে গেলে ২৪ এর গণঅভ্যুত্থানের মতো আমাদের আবারও রাস্তায় নেমে আসতে হবে।
মন্তব্য