শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
 

ক্যান্টনমেন্ট কলেজ যশোর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জবির নবীনবরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪

---
জবি প্রতিনিধি
ক্যান্টনমেন্ট  কলেজ যশোরের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সিসিজে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ সম্পূর্ণ হয়েছে ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের  বিজ্ঞান অনুষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে সিসিজে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়,এরপর শুরু হয় বার্বিকিউ পার্টি। অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী ক্যান্টনমেন্ট কলেজ যশোর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী  রাজু হক।

প্রধান অতিথির বক্তব্যে রাজু হক বলেন সমাজের সকল ক্ষেত্রে ক্যান্টনমেন্ট কলেজ যশোরের শিক্ষার্থীদের প্রাধান্য রয়েছে। তথ্য আহরণ, বিতরণ ও জ্ঞান অর্জনের মাধ্যমে  নিজস্ব কলেজ ও নিজস্ব বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা তুলে ধরতে হবে আমাদের।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিসিজে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আশিকুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বী ও অন্যান্য নেতৃত্ববর্গীয়গণ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon