রাকিব উদ্দিন ফয়সাল ,রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ২০ ডিসেম্বর শুক্রবার ভোর ৬ টা থেকে দুপুর পর্যন্ত রূপগঞ্জের জলসিঁড়ি আবাসিক প্রকল্প এলাকায় বিওএ ম্যারাথন ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ভেটেরান এবং সাধারণ বিভাগে ভাগ হয়ে এতে অংশ নেন প্রায় ৫ হাজার নারী-পুরুষ। ম্যারাথনের সব ক্যাটাগরি মিলিয়ে বিজয়ীদের মাঝে ৭২ লক্ষ ৯০ হাজার টাকার প্রাইজমানি পুরষ্কার তুলে দেন সেনা প্রধান ওয়াকার উজ জামান।
এরআগে শুক্রবার সকাল ৬ টা থেকে বিওএ ম্যারাথনে প্রতিযোগিতার দুটি ক্যাটাগরিতে - ১০ কিলোমিটার রেস ও হাফ ম্যারাথন (২১.১০) কিলোমিটার।এবং ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ভেটেরান ক্যাটাগরিতে দৌড়ান।
ক্যাটাগরি ভিত্তিতে প্রথম স্থান অর্জনকারীকে ১ লাখ ৭৫ হাজার টাকার ক্রমানুসারে আর্থিক পুরস্কার ২০তম পর্যন্ত প্রাইজমানি দেয়া হয় ।
এ সময় পুরষ্কার বিতরণ শেষে সেনা প্রধান ওয়াকার উজ জামান তাঁর বক্তব্যে বলেন, বিওএ প্রথমবার ম্যারাথন আয়োজন করছে। সাধারণ জনগণের শরীর চর্চা ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে এই আয়োজন। বিওএ’র বছরে অন্তত দু’বার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ আরও জায়গা জুরে পরিসর বাড়িয়ে করা হবে। এ সময় অলিম্পিক ও জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষকে এমন আয়োজন সফল করতে সহযোগিতা করায় ধন্যবাদ জানান তিনি।
মন্তব্য