শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
 

গোয়ালন্দে ৫ জানুয়ারির জনসভা সফল করতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির  আগামী ৫ জানুয়ারি জনসভাকে সফল করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ শহরের শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এ উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন বিএনপির অস্হায়ী কার্যালয়ে  কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি, প্রবীণ নেতা মোঃ রুস্তম আলী মোল্লা। সভায় প্রধান বক্তা ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।

অন্যান্যের উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা  নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ এবিএম ছাত্তার, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোনতাহা রাতুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ান, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ। সভায় উপজেলার সকল ইউনিয়ন ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুর রহমান শাহীন,  এবং রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা।

নেতৃবৃন্দ বলেন, আগামী ৫ জানুয়ারির জনসভায় অন্তত ২০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন। এ লক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon