মো:মুন্না শেখ, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ডাকাত সন্দেহে দেশীয় অস্ত্র সহ ৩ যুবককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন পালপাড়া গ্রামের কামরুল গাজীর ছেলে হোসেন গাজী (২০),আরেকজন ভান্ডারকোলা গ্রামের গনেশ ব্যানার্জীর ছেলে শোাভন ব্যানার্জী (১৯),বাকি অন্যজন কাকার বিল এলাকার আসাদ মোল্লার ছেলে ইয়ামিন ইসলাম শাওন (২৪)।
কচুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১.৪৫ মিনিটের দিকে সাইনবোর্ড বাজার সংলগ্ন দোবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্রের মধ্যে একটি লোহার রামদা, ১ টি দা, ১ টি কুড়াল, একটি লোহার পাইপ উদ্ধার করে। এজাহার সূত্রে জানা যায় এ ঘটনার সাথে চিহ্নিত ৬ জন সহ অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৭ জন জড়িত রয়েছে। এ বিষয়ে কচুয়া থানায় জিডি নং-৮৮৫।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে এবং তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করে এ সময় তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
আটক ব্যক্তিদের ছাত্রদল কর্মী দাবি করে ২০ ডিসেম্বর বিকাল ৫ টার দিকে কচুয়া উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক রানা দিদারের নেতৃত্বে একটি গ্রুপ থানার প্রধান ফটকে এসে জড়ো হয়। একপর্যায়ে ঘটনাস্থলে কিছুটা উত্তেজনা দেখা দিলে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আটক ব্যক্তিদের কচুয়া থানা পুলিশের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য