শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
 

চট্টগ্রামের আগ্রাবাদে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪

---
কে. ডি পিন্টু (চট্টগ্রাম):
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনীস্থ শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ৩টায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্ল্যাহ এবং উদ্বোধক হিসেবে ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব নাজিমুর রহমান।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিরি আহবায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক নেওয়াজ আহমেদ খান, শওকত আজম খাজা, শফিকুর রহমান স্বপন, আহমেদুল আলম রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, আবুদল বাতেন, আনিসুল গনি তামান্না, ইবাদুল হক লুলু, নুরুল ইসলাম প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, খেলাধূলা সুস্থ ও স্বাভাবিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখে। সন্ত্রাস ও জঙ্গীমুক্ত স্বদেশ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আয়োজিত এ টুর্নামেন্ট সফল ও সার্থক করে তুলতে সবাইকে সহনশীল ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আগামীতে আরও বড় পরিসরে এ টুর্নামেন্ট হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টে ৩টি গ্রæপে ১২টি দল অংশ নিচ্ছে। প্রথম খেলায় স্পোর্টিং ক্লাব ৯৮ এবং সিজিএস কলোনী সিনিয়র একাদশ প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হয়। টুর্নামেন্টের বাকী দলগুলো হলো অনির্বান, গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদ, শহীদ নজরুল ইসলাম (স্বপন) স্মৃতি সংসদ, বেলচ‚ড়া কালাবিবি চৌধুরী বাড়ী স্পোর্টিং ক্লাব, সংযুক্ত সামাজিক সাংস্কৃতকি ও ক্রীড়া সংগঠন, বি ফ্রেশ সুইটস এন্ড বেকারস, চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং সিটিজি প্রোপার্টি ফুটবল একাডেমী।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon