শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
 

রাজবাড়ীতে পদ্মা নদী হতে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, দুই যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ী জেলার  গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১ হাজার ৪’শ লিটার সমপরিমাণের ৭ ব্যারেল চোরাই ডিজেল তেল উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রলার।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে ২ যুবককে। তারা হলো  উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার মৃত ছলিম শেখের ছেলে মোঃ কামাল শেখ (৩৫) এবং নাছির সরদার পাড়ার সাত্তার বেপারীর ছেলে মোঃ  হাবিল ব্যাপারী (৩২)।
শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট থেকে তাদেরকে আটক করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ জানায়, নৌ-পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ  মোঃ এমরান মাহমুদ তুহিন ও এসআই মাসুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ২ নম্বর ফেরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।  এ সময় একটি পুরাতন ট্রলার জব্দ করে তার মধ্যে থাকা ৭ ব্যারেল চোরাই ডিজেল তেল আটক করা হয়।এ সময় দুই জনকে  গ্রেফতার করা হয়। তারা পুলিশকে তেলের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে জানান, নদীতে চলা বিভিন্ন বাল্কহেড ও ড্রেজার হতে তারা তেলগুলো অবৈধভাবে সংগ্রহ করেছিল। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। শরিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার দুই আসামিকে  রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon