ঢাকা কলেজ প্রতিনিধি
আত্মিক ফাউন্ডেশন আয়োজিত ঢাকা কলেজ আন্ত: ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ম্যাচে বগুড়া করোতোয়া এক্সপ্রেস ও চট্টগ্রাম চ্যালেঞ্জারস টিম অংশগ্রহণ করে ২০ রানের ব্যাবধানে চট্টগ্রাম চ্যালেঞ্জারস জয়লাভ করে।
উক্ত ম্যাচে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক তুখর ছাত্র নেতা, ঢাকা কলেজস্থ বগুড়া জেলা ছাত্র কল্যানের উপদেষ্টা আজিজুর রহমান আজিজ, আল ইমরান, ইমরানুল হক তুষার, জাহিদ হাসান রিমন, সভাপতি আলী হাসান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন বিভোর।
চট্টগ্রাম এক্সপ্রেস এর পক্ষে আরো উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ ঢাকা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লাইয়ন মোহাম্মদ নাছির উদ্দিন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রাজিবসহ অন্যান্য।
উপস্থিত সবাই উভয় পক্ষের খেলার প্রশংসা করেন ও একটি প্রাণবন্ত খেলা উপভোগ করেন। ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যাক্ত করেন।
মন্তব্য