মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
 

জাবিতে এবছর থেকে চালু হলো “পাবলিক হেলথ জিনিয়াস অব দ্য ইয়ার” এওয়ার্ড

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবছর থেকে “পাবলিক হেলথ জিনিয়াস অব দ্য ইয়ার” এওয়ার্ড চালু করেছে। এই উদ্যোগটি স্বাস্থ্যসেবায় গবেষণা ও কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। পুরস্কারটি সেই শিক্ষার্থীর কাছে দেওয়া হবে, যিনি তাঁর গবেষণার সংখ্যা, মান, সাইটেশন এবং দেশের বিদ্যমান স্বাস্থ্য সমস্যা সমাধানে তাঁর গবেষণার প্রভাবের ভিত্তিতে নির্বাচিত হবেন।

 

এ বছর, ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই সম্মাননা অর্জন করেছেন। তাঁর গবেষণাপত্রের সংখ্যা ইতোমধ্যে ১৭০ ছাড়িয়েছে, এবং গুগল স্কলারস অনুযায়ী তাঁর গবেষণাগুলোর সাইটেশন প্রায় ১১ হাজার। মামুন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রণীত বিশ্বের সেরা ২% বিজ্ঞানীদের তালিকায় স্থান করেছেন এবং স্কোপাসের বাংলাদেশের শীর্ষ দশ গবেষকদের মধ্যে একজন।

 

এওয়ার্ড ও ক্রেস্ট, সার্টিফিকেট এবং বিশ হাজার টাকার চেক তাঁর হাতে ২৭ নভেম্বর তারিখে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে তুলে দেওয়া হয়। বিভাগের অধ্যাপক ড. তাজউদ্দীন সিকদার জানিয়েছেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করার জন্য এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ, যা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখতে সাহায্য করবে।

 

এই উদ্যোগের বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহফুজা মোবারক বলেন, “শিক্ষার্থীদের গবেষণায় উদ্যমী করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এই এওয়ার্ড আরও উন্নত করতে আমরা কাজ করছি।” বিভাগের প্রতিষ্ঠার পর থেকে, এটি গবেষণা ও উচ্চশিক্ষায় সুনাম অর্জন করেছে এবং প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ইউরোপ-আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন।

 

এই এওয়ার্ড চালুর মাধ্যমে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ নতুন গবেষণা উদ্যোগে আরো উন্নতি করার প্রত্যাশা করছে, যা দেশের স্বাস্থ্যসেবায় নতুন দিক খুলবে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon