শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪

 

---

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬শ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি আজ বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ শীতে খুবই কষ্ট পায়। আমার আসা করেছিলাম  সরকারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে, কিন্তু  আমরা তা দেখতে পাইনি।  তাই আমাদের দলের পক্ষ থেকে আমরা আজ এ শীতবস্ত্র বিতরণ করলাম। আমরা আসাবাদি সরকারের পক্ষ থেকে তারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসবেন।

এসময় সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দূর্নীতি ফ্যাসিবাদ থেকে মুক্তির উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের শাসন কে স্থাপিত করতে করা। অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত পার্লামেন্ট তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

শীতবস্ত্র বিতরণ কালে বিএনপি মহাসচিব সহ জেলার বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon