মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি)
দেশের বৃহত্তম নূরানী শিক্ষাবোর্ড “নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ” এর অধীনে পরিচালিত নূরানী মাদরাসাসমূহের ২০২৪ শিক্ষাবর্ষের তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
ফলপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোর্ড চেয়ারম্যান ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসিমুদ্দীনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নূরানী বোর্ড সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রের আলোকে তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কেন্দ্রীয় সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এবার বোর্ডের আওতাধীন ১০,১৯৭টি মাদরাসার মোট ৭,২৭,৭১৪ জন শিক্ষার্থী ৩,০৫৭টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
৭,২৭,৭১৪ শিক্ষার্থীর মধ্যে মোট পাশ ৭,১০,৬৪৬ জন,পাশের হার - ৯৭.৮৮%।জি,পি,এ ৫ পেয়েছে ৪৫,৪৬৩ জন শিক্ষার্থী।
মন্তব্য