শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
 

জাবি স্কুল কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘৫১’র শক্তি’র আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪

---

জাবি প্রতিনিধি 

এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) শিক্ষার্থীদের নিজস্ব সংগঠন “৫১’র শক্তি” র আয়োজনে ‘শীতবস্ত্র বিতরণ’ কর্মসূচি পালন করেন তারা।

সংগঠনের শিক্ষার্থীরা জানান, শীতের তীব্রতা বাড়লেও পথে থাকা কিছু মানুষ যেনো উঞ্চতার ছোঁয়া পায় সেজন্য  উক্ত কর্মসূচিতে তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেন। তাদের একটি গ্রুপ যায় সাভার,পাকিজা এবং হেমায়েতপুর সংলগ্ন ওভারব্রিজ গুলোতে থাকা হতদরিদ্র মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে। অন্য একটি গ্রুপ বিশমাইল, নবীনগর, ধামরাই ও কালামপুর সংলগ্ন ওভারব্রিজ গুলোর উদ্দেশ্যে। এবং সর্বশেষ গ্রুপটি কুটুরিয়া থেকে জিরাবো পর্যন্ত থাকা হতদরিদ্রদের জন্য শীতবস্ত্র বিতরণ করেন এভাবে তারা এক দিনেই শতাধিক বস্ত্র বিতরণ করে।

শিক্ষার্থীরা জানান, “৫১’র শক্তি” সংগঠন থেকে প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করে থাকে। এছাড়াও বছরের বাকী সময় গুলোতেও তাদের কার্যক্রম স্পষ্টভাবে লক্ষণীয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon