শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
 

হোসেনপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪

---

মাহফুজ রাজা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর হাসপাতাল মোড়ে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে  বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সংসদ ও সামাজিক সংগঠন হোসেনপুর উপজেলার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

 

প্রধান অতিথিকে শোভেচ্ছা জানাতে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতা,কর্মী, সমর্থকের ঢল নামে, দলে দলে, স্লোগানে স্লোগানে অংশ নেয় নেতা কর্মী ও সমর্থকরা।

 

এছাড়াও উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম মেম্বার,সাধারণ সম্পাদক মোবারক হোসেন,সিদলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি  সোহেল মিয়া,সাধারন সম্পাদক পায়েল আহমেদ ও বিএনপি নেতা মিজানুর রহমানের

নেতৃত্বে প্রধান অতিথিকে স্বাগত জানাতে কুঁড়িঘাট মোড়ে উপস্থিত ছিলেন কৃষিবিদ কামরুল হাসান,মিজান মাষ্টারসহ অসংখ্য কর্মী সমর্থক।

 

উপজেলা তাতীদলের সদস্য-সচিব আশরাফুল ইসলামের নেতৃত্বেও বিশাল স্বাগতিক মিছিল লক্ষ্য করা যায় হাসপাতাল মোড়ে।

 

হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য-সচিব আশরাফুল ইসলাম ও হোসেনপুর উপজেলা জাসাস এর সদস্য-সচিব শাহীন আহমেদ এর সঞ্চালনায়,ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ, হোসেনপুর পৌর যুবদলের আহ্বায়ক শরীফ আহমেদ, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাজমুস সাকিব, নূরে আলম এরশাদ, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান সাব্বিন, কিশোরগঞ্জ জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির কিবরিয়া, উজ্জ্বল মিয়া, হোসেনপুর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শামসুল আলম পারভেজ, হোসেনপুর উপজেলা জাসাসের আহ্বায়ক রাজীব আহমেদ, হোসেনপুর উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান সারোয়ার প্রমুখ।

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আজ তারেক রহমান যে পর্যায়ে আছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

 

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon