শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
 

জাবিতে ৪ দফা দাবীতে মানববন্ধন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪

---

জাবি প্রতিনিধি

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিসি কোটা বাতিলসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা নাগাদ কর্মসূচী শুরু হয়ে ১২টায় শেষ হয়।

 

এসময় তারা তাদের দাবি দাওয়া উত্থাপন করেন।  ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং ইউনিট কমানো ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালুর দাবী তারা উত্থাপন করেন।

দাবীর বিষয়ে ইংরেজি ৫০ ব্যাচের শিক্ষার্থী মাহদি বলেন, আমরা দেখতে পাই পোষ্য কোটার মাধ্যমে ভর্তি হয়ে তাদের পড়াশুনা শেষ করতে পারেন না। অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তিযুদ্ধে হার মেনে নিচ্ছে অন্যদিকে কোটার বদৌলতে কম নম্বর পেয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এছাড়াও শিফট ভিত্তিক ভর্তি পরিক্ষায়, প্রতি শিফটে সমমানের প্রশ্ন না হওয়ায় শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

 

৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, কোটা সংস্কারের জন্য দুহাজার মানুষ জীবন দিলেও এখনও এই অভিশাপ থেকে রেহাই পেতে আমাদের লড়াই কর‍তে হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশা ও লজ্জার। আমরা ৪২ দিন ধরে আন্দোলন করেও জাবিতে এই বৈষম্য দূর করতে পারছি না। অযৌক্তিক ভিসি কোটা বাতিল করতে হবে।

 

জাবি শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত ভিসি কোটার মাধ্যমে দুর্নীতির সুযোগ আছে। আমরা চাই দুর্নীতির পথ রোধে এই কোটা বাতিল হউক। একই সাথে অযৌক্তিক অংকের আবেদন ফি বাতিল করতে হবে। কেননা, সকল শ্রেণি-পেশার মানুষের পক্ষে এত টাকা দিয়ে আবেদন করা সম্ভব নয়।

আব্দুর রশিদ জিতু বলেন,  বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবীর প্রেক্ষিতে মৌখিক আশ্বাস দিলেও এখনো কোন কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা কোন সদুত্তর না পেলে আগামী ১ কর্মদিবস পরে প্রশাসনিক ভবন ঘেরাও করব। এই সমস্যাগুলোর সমাধান না করে কোনভাবেই ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হতে দেওয়া যায়না।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে গত ১৪ নভেম্বর থেকে ভিসি কোটা বাতিল ও পোষ্য কোটা সংস্কারের দাবীতে আন্দোলন চলে আসছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon