শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
 

রামপালের পেড়িখালী ইউপি চেয়ারম্যান বাবুল মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪

---

হারুন শেখ, বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের  রামপালে পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল (৬৫) অসুস্থতা জনিত কারণে ইন্তিকাল করেছেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থাইটিস ও হার্টের অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রফিকুল ইসলাম বাবুল রামপাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেড়িখালী ইউপির ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। বাবুল রামপাল উপজেলা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক এম, এ সবুর রানাসহ নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon