নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় সদ্য ঘোষিত কমিটিকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে মহাখালী গাউসুল আজম মসজিদের সামনে থেকে গুলশান এক অভিমুখে বিক্ষোভ মিছিল পালন করেন পদ বঞ্চিত ছাত্রনেতারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মহাখালী গাউছুল আজম মসজিদের সামনে পদবঞ্চিত নেতাতারা জড়ো হতে থাকেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলকা ভারী করে তোলে। একই সাথে কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা।
পদবঞ্চিত নেতাকর্মীরা এ সময় বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পদত্যাগের দাবি তোলেন।
পদ বঞ্চিত ছাত্রনেতারা বলেন, গত ২৮ অক্টোবরের পরে আমরা জীবনবাজি রেখে রাজপথে ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাধারণ ছাত্রদের পাশে থেকে আমরা ঢাকা মহানগর উত্তরে আন্দোলন চালিয়েছি। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি খারাপ চক্র দলের ভেতর দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টির পাঁয়তারা করছে এবং আওয়ামী লীগের এজেন্ডা হিসেবে কাজ করছে।
ছাত্রদলের শীর্ষ দুই নেতার উদ্দেশে আন্দোলনরত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে পছন্দসই ও ব্যক্তিদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বঞ্চনার সৃষ্টি হয়েছে। একারনে পকেট কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।
মন্তব্য