কাজী নাফিস ফুয়াদ, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষে খুনের চর গ্রামের মতি শিকদারের ছেলে ইউপি সদস্য আকতার হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরীয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মারুফ শিকদারের (১৮) মৃত্যু হয়। পরে সিরাজুল শিকদার নামে আরেকজন মারা যান। এছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
মন্তব্য