শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
 

সিরাজগঞ্জের কাজিপুর মনসুর আলী অডিটোরিয়ামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪

---

জহিদ হাসান ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার  কাজিপুর উপজেলার পরিত্যাক্ত মনসুর আলী অডিটোরিয়ামে এক ব্যক্তির  রহস্যজনক মৃত্যু ঘটেছে। ২৭ ডিসেম্বর দুপুর ১১ টায় সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা সদরে অবস্থিত শহীদ মনসুর আলী অডিটোরিয়ামে এক ব্যক্তির রহস্যজনক লাশের সন্ধান মেলে। এলাকাবাসী লাশটি দেখার পর পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে মৃত ব্যক্তির কাছে থাকা মোবাইলের মাধ্যমে লাশটিকে শনাক্ত করে।  নিহত   ব্যক্তির নাম বাবু মিয়া  (৩৫) । সে গান্ধাইল ইউনিয়নের  উদগাড়ী গ্রামের  বাদশা মিয়ার পুত্র বলে জানা গেছে। নিহত বাবুর, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। তার স্ত্রী ঢাকায় চাকরি করেন। নিহত বাবুর ছেলেকে জিজ্ঞেস করলে তিনি বলেন তার বাবার  মানসিক সমস্যা আছে। গতকাল তার বাবার সাথে ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে এসেছে।

 প্রত্যক্ষদর্শীদের  ধারনা   নিহত ব্যাক্তি গত ৬ আগস্টে  দুর্বৃত্তকারী কর্তৃক পোড়ানো পরিত্যক্ত অডিটোরিয়ামে  সম্ভবত চুরির উদ্দেশ্য  এসেছিল। কাজিপুর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি)  জানান পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেলা  মর্গে প্রেরণ করেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon