ঢাকা কলেজ প্রতিনিধি
চতুর্থ দিনের মতো ঢাকা কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত একদল নেতাকর্মীরা। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে ছাত্রলীগ সংশ্লিষ্টদের কমিটিতে স্থান ও সিন্ডিকেটের মাধ্যমে কমিটি দেওয়ার অভিযোগে এ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছেন তারা।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) মাগরিবের নামাজের পরে নায়েমের গলি থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামীম হাওলাদার , আবির রায়হান, তাজবিউল হাসান, জাহিদুল ইসলাম শিহাব, মোস্তাফিজুর রহমান, মাজেদুল ইসলাম, আল ইমরান, রিপন মোল্লা এর নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ প্রদক্ষিণ করে নাঈমের গলি হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে শেষ হয়। এতে অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় , তাদের বিভিন্ন ধরনের স্লোগান, রাকিব- নাসিরের কমিটি মানিনা মানবো না, তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, ছাত্রদলের অধিকার নিরাপদ ক্যাম্পাস, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, আমরা সবাই জিয়ার সেনা ভয় করিনা বুলেট বোম, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ইত্যাদি নানারকম স্লোগান শোনা যায়।
জানা গেছে বৈষম্যমূলক কমিটি দেওয়ার প্রতিবাদ জানিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, আগুন জ্বালানো, কুশপুত্তলিকা দাহসহ নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণার মতো কর্মসূচি পালিত হয়েছে।
মন্তব্য