রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
 

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের ‘সাহিত্য আড্ডা” অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪

 

---

রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীরে মনোরোম পরিবেশে কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর প্রথম  সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

 

শুক্রবার ২৭শে ডিসেম্বর সাহিত্যপ্রেমীদের নিয়ে উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নয়াগাঙের-পার গ্রামে ধলাই নদীর তীরে এ আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় সাহিত্যপ্রেমীরা নিজেদের স্বরচিত এবং বিভিন্ন কবি ও সাহিত্যিকদের কবিতা, ছড়া পাঠ ও গান পরিবেশন করেন।

 

কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুলের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক এমরান আলীর সঞ্চালনায় সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পশ্চিম ইসলামপুর ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসান ডালিম,দুর্নীতি প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ-এর আহ্বায়ক বজলুর রশীদ, সাংবাদিক সোহরাব আহমদ, পল্লী-চিকিৎসক সাইফুল ইসলাম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদ এর সহ সভাপতি এম এ এইচ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল মোহাম্মদ আলম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য নাহিম মিয়া,আশরাফ উদ্দিন, শিল্পী দুঃখী হাসান, জৈন উদ্দিন,পাপ্পু আহমেদ, ব্যবসায়ী সাইদুর রহমান, সিরাজ মিয়া প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon