মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকা শাহাদৎ মেম্বার পাড়ায় শহীদ শেখ , রাজ্জাক ও রেজাউলের দুটি গরুসহ দুটি বাড়ী আগুনে পুড়ে গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে।এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউলের একটি ঘরের আংশিক ঘর পুড়ে যায়। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা একটি গাভী গরু ও একটি মাঝারি সাইজের গরু আংশিক পুড়ে যায় ।পরিবারের সকলের চিৎকার চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়।এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের টিম লিডার আব্দুল বাছেদ আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ সময়ের মধ্যে শহিদের একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তিনটি গরুর মধ্যে বড় গাভী গরুটি মারা যায় এবং দুটি গরুর অবস্থা আশঙ্কাজনক,রেজাউল ও রাজ্জাকের ঘরের আংশিক অংশ পুড়ে যায়, এখানে মোট চৌদ্দ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মন্তব্য