রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
 

রাজবাড়ীতে সেনাবাহিনীর দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালিতে ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ) তে সেনানিবাসের উদ্যোগে কালুখালি উপজেলায় কালুখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায়-দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ) তে বিশেষজ্ঞ ১১ জন চিকিৎসকগণ অসহায় ও দুস্থ মানুষের জন্য এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। এ সময় সাধারণ স্বাস্থ্য পরীক্ষাসহ অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ,  চশমা বিতরণসহ স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ক্যাম্পেইনে ঔষদ প্রদান, ডায়বেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, মেডিসিন, সার্জারী, শিশু, আই, ইএনটি প্রদান করা হয়।

এ সময় জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন অবহিত করেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ।

ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে, তিনি দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণের পরিকল্পনার বিষয়টিও সকলকে অবহিত করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon