মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আলোকিত সন্তান, পিতা মাতার অবদান এ প্রতিপাদ্যে সন্তানের ভবিষ্যৎ গঠনে রাজবাড়ীতে ইসলামী শিক্ষার গুরুত্ব এ বিষয়ক প্যারেন্টি কনফারেন্স -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সিরাজুম মুনির মডেল মাদরাসা এবং সিরাজুম মুনির ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আহসান হাবিব ইমরোজ, বিশিষ্ট লেখক, গবেষক, প্যারেন্টি কনসালট্যান্ট এবং চেয়ারম্যান ,গ্লোবাল লাইট হাউজ ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী মালয়েশিয়া বিজনেস ফোরামের সদস্য মোঃ নুর আলম মেহেদী, সিরাজুম মুনির মডেল মাদরাসার অধ্যাক্ষ হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা ডাঃ মো. ইউনুস আলী মোল্লা, ইসলামী সমাজ সংস্করক এড. মো. নুরুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টিভি আলোচক ও খতিব বছির জামে মসজিদ ঢাকার মুফতি ড. কামরুল ইসলাম শাহিন, সিরাজুম মনির মাদ্রাসার নির্বাহী পরিচালক রবিউল আলম রুকু প্রমুখ।
মন্তব্য