নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ঘোষিত কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। বিএনপির নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসিরের বিরুদ্ধে স্লোগান তোলেন।
শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর পপুলার ডায়াগনস্টিকটের সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা জড় হতে থাকেন। এ সময় সদ্য ঘোষিত কমিটিকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে মিরপুর -১০ গোল চক্কর অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পদ বঞ্চিত নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে স্লোগান তোলেন ‘রাকিব-নাছিরের কমিটি মানি না মানবো না, রাকিব-নাছিরের দুই গালে জুতা মারো তালে তালে, অযোগ্য কমিটি মানি না মানবো না, তারেক রহমানের বাংলাদেশে বৈষম্যর ঠাঁই নাই, অবৈধ কমিটি মানি না মানবো না, হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’।
এ সময় ছাত্রনেতারা বলেন জুলাই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাধারণ ছাত্রদের পাশে থেকে আমরা ঢাকা মহানগর পশ্চিমে আন্দোলন চালিয়েছি।
যারা হামলা মামলা শিকার, বারবার কারণ নির্যাতিত, সাজাপ্রাপ্ত আসামি, বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ, ত্যাগী এমন ছাত্রনেতাদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে পকেট কমিটি দেয়া হয়েছে।
কমিটি বিলুপ্ত না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাবো। আপনাদের একটা কথা বলতে চাই আন্দোলন দলের বিরুদ্ধে না আমরা দলকে ভালোবাসি। আন্দোলন দলের ভিতরে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে।
মন্তব্য