গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান পোনা মারকাযুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কারীমের সভাপতিত্বে ও অত্র মাদরাসার শিক্ষক মোঃ মামুন মোস্তফা’র সঞ্চালনায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম (মুন্না) বলেন, একজন আলোকিত মানুষ হতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। এছাড়াও তিনি পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলফাডাঙ্গার সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ তামীম আহমাদ, এ.কে. বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান এম.এ. কাইউম আলী খান, বি.এইচ. বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হক বাবলু, হুজাইফা হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব হাঃ রমিজুল ইসলাম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী কাজী নাজমুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি’র বক্তব্যে মুহতামিম মাওলানা আব্দুল কারীমে বলেন, আমরা কাশিয়ানী-পোনা মারকাযুল উলুম মাদ্রাসার কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছি। এ বিষয়ে সম্মানিত অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষক -শিক্ষিকাগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য