বুধবার, ১ জানুয়ারী ২০২৫
 

জাবিতে ধর্মতত্ত্ব অনুষদ চালুর আবেদন জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্মতত্ত্ব অনুষদ (অথবা ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি প্রভৃতি বিভাগ) খোলার আবেদন জানিয়েছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন।

 

আজ (২৯ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইয়াহইয়া জিসান স্বাক্ষরিত এক আবেদন উপাচার্য বরাবর পৌঁছানো হয়।

 

আবেদনে বলা হয়, স্বায়ত্তশাসিত চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটিতে ধর্মতত্ত্ব অথবা ইসলামিক স্টাডিজ সংশ্লিষ্ট বিভাগ থাকলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো বিভাগ এখনো চালু হয়নি।  আমরা একটি বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এ দেশের প্রায় ৯২% জনগোষ্ঠী ইসলাম ধর্মে বিশ্বাসী। অথচ উচ্চশিক্ষায় ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেই।

 

শিক্ষার্থীদের বৃহৎ একটি অংশ ধর্মতত্ত্ব বা ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি প্রভৃতি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার জন্য আগ্রহী। তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’ দীর্ঘদিন ধরে এ বিষয়ে প্রশাসনের নিকট দাবিপত্র উপস্থাপন করে আসছে। আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ের বাস্তবতা ও শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ চালু করা অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ হবে। এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধির পাশাপাশি, সমাজে মূল্যবোধ ও সংস্কৃতির সমন্বিত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

ইয়াহইয়া জিসান বলেন, আমরা আশা করি প্রশাসন আমাদের আবেদন কে গুরুত্বের সাথে বিবেচনা করবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon