জয়পুরহাট প্রতিনিধি :
“পরিচ্ছন্ন শুরু হোক আমার থেকে ” এই স্লোগান কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বিডিক্লিন এর দিনব্যাপী পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জেলা বিডি ক্লিনের উপদেষ্টা জয়নুল আবেদিন, জেলা সমন্বয়ক রাকিবুল হাসান,অতিরিক্ত জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান, ক্ষেতলাল উপজেলা উপ সমন্বায়ক ওমর ফারুকসহ কালাই উপজেলা বিডি ক্লিনের সদস্য ও শিক্ষার্থীরা।
এসময় বিডি ক্লিনের জয়পুরহাট জেলা সমন্বয় রাকিবুল হাসান বলেন জয়পুরহাট জেলার প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা হচ্ছে কালাই উপজেলা,কালাই উপজেলাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন আমাদের চারপাশ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব।
প্রধান অতিথি আফরোজা আক্তার চৌধুরী বলেন আমাদের নিজেদের বাসা পরিষ্কার রাখার দায়িত্ব যেমন আমাদের নিজেদের ঠিক তেমনি আমাদের চার পাশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজেদের।
আলোচনা শেষে বিডি ক্লিনের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ।
এর পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বাগানে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিডিক্লিনের সদস্যরা।
মন্তব্য