মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট শাহাদৎ মেম্বার পাড়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে হাত বাড়িয়ে দিলেন ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।
রোববার ২৯ ডিসেম্বর দুপুরে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্যরা আগুনের পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত শহীদের বাড়িতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের হাতে শীতবস্ত্র লেপ তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক মো. হেলাল মাহমুদ, যুগ্ন আহবায়ক শামীম শেখ, মো.মইনুল হক মৃধা,সংগঠনের সদস্য সচিব মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন, যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ আহমেদ, সদস্য মজিবুর রহমান জুয়েল ও শাকিল মোল্লা প্রমুখ।
উল্লেখ্য গত২৭ ডিসেম্বর শুক্রবার শহীদের বাড়ির রান্না ঘর হতে সৃষ্টি হয় আগুনের সূত্রপাত।আগুনে তার বাড়ির দুটি বসত ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায় এবং আরো দুটো গরু মারাত্মকভাবে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে স্থানীয় ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর বাছেদ আলী জানান, বসতঘর ও গবাদি পশুসহ পুড়ে পরিবারটি প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
মন্তব্য