বুধবার, ১ জানুয়ারী ২০২৫
 

পুমদী ইউনিয়ন গণ-অধিকার পরিষদের কমিটি গঠন আহ্বায়ক নাদিম মাহমুদ, সদস্য সচিব সজল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪

 

মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আহ্বায়ক ইমরান হাসান ও সদস্য সচিব হুমায়ুন কবিরের স্বাক্ষরে ৪১ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।নাদিম মাহমুদ আহ্বায়ক ও কামরুল ইসলাম সজল কে সদস্য-সচিব করে, যুগ্ম আহবায়ক করা হয় ৮ জন, যুগ্ম সদস্য সচিব ১১ জন,  কার্যকরী সদস্য ২০ জন।

 যুগ্ম আহবায়ক,  আইয়ুব আলী আবু বক্কর সিদ্দিক,ইব্রাহিম মিয়া, রাজন মিয়া,আশিক হোসেন,জীবন মিয়া, রোমান মিয়া,সোহাগ মিয়া। যুগ্ম সদস্য সচিব,  রোমান মিয়া,জাহিদুল ইসলাম,রাকিবুল ইসলাম,রাহুল, রাকিব, সাগর,জহিরুল ইসলাম,শরিফুল  ইসলাম, নজরুল ইসলাম, মো.সাগর ও আজিত।

কার্যকরী সদস্য,সিপন,মোশাররফ, সুফিয়ান,  তাকরিম হোসেন,জাকারুল মিয়া,হিরণ মিয়া, সুজন,সাইফুল মিয়া,রিপন মিয়া, জাহাঙ্গীর হোসেন,তোফাজ্জল হোসেন, ইলিয়াস হোসেন,লিসন মিয়া,বিমুল মিয়া,সাগর মিয়া, রবি মিয়া,জিসান মিয়া,রুক্কুন মিয়া,শরীফ মিয়া এবং মামুন মিয়া।

এসময় শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  আল ইমরান বলেন, পুমদী ইউনিয়ন থেকে দেশের বড় বড় দলের নেতা হয়েছেন, পুমদী থেকে সারাদেশে মির্জা আব্বাস সাহেব নেতৃত্ব দিচ্ছেন, গণ অধিকার পরিষদ পুমদী থেকে বিপ্লব ঘটাবেন সেই প্রত্যাশা করেন আল ইমরান খান।

এছাড়াও কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য-সচিব সুহেল হায়দার ও পুমদী ইউনিয়ন নবগঠিত সকল নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon