বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
 

আইন অনুষদ ভবনের দাবীতে ২০ ঘন্টা যাবৎ জাবি শিক্ষার্থীদের অনশন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪

---

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আইন অনুষদের নিজস্ব ভবনের দাবীতে ২০ ঘন্টা যাবৎ অনশন করছেন শিক্ষার্থীরা। দাবী না মানলে কর্মসূচীতে অটল থাকার সিদ্ধান্ত জানান তারা।

রোববার (২৯ ডিসেম্বর)  দুপুর ৩ টা থেকে সোমবার (৩০ ডিসেম্বর)  পর্যন্ত তারা অনশন করছেন। দাবী না মানলে এটি চলমান থাকবে।

জাবি আইন অনুষদের প্রায় ১৪ বছর হলেও মাত্র ১ টি ক্লাসরুম দিয়ে চলছে শ্রেণি কার্যক্রম। গত ১১ আগস্ট থেকে ভবনের দাবীতে আন্দোলন ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুষ্পষ্ট সিদ্ধান্ত তারা পান নি। সেজন্যই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।

অনশনকারী শিক্ষার্থীরা জানান, তারা তাদের কর্মসূচীতে অনড়। ভবনের বিষয় সুষ্পষ্ট লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা অনশন করে যাবেন।

তারা আরও বলেন, গত ১৪ বছর প্রশাসন আমাদেরকে আশ্বাস ছাড়া আর কিছুই দেয়নি। সেজন্য, কারো আশ্বাস নয় বরং কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হলেই তারা অনশন ভাংবেন। বর্তমান প্রশাসন কিছু গুনগত পরিবর্তনের কথা বললেও তারা পালিয়ে যাওয়া প্রশাসনের পথেই হাঁটছে বলে মনে হচ্ছে।

গতকাল রাতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সকল দাবী তারা মেনে নিয়েছেন। তবে ভবনের বিষয় কোন সিদ্ধান্ত এখন জানানো সম্ভব নয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon