বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
 

কাশিয়ানীতে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪

  ---

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৩ নং মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ পরীক্ষার ফলাফল এবং  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বদিউজ্জামানের সঞ্চালনায় আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও স্কুলের সাবেক সভাপতি মোঃ আশরাফুজ্জামান।

বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ এর ফলাফল ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকা মুহসিনা পারভীন।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে প্রাথমিক বিদ্যালয় যে ভীত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়।

 ---

বার্ষিক ফলাফল ও অভিবাবক সমাবেশে ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আসিফ আহমেদ।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোঃ আজিজুর হক ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া (অসীম)।

এসময় আরও উপস্থিত ছিলেন,  সাংবাদিক মোঃ জামাল শেখ , অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকা  সুবর্ণা পারভীন, রুখসানা পারভীন, মোঃ শফি কামাল, মোঃ মনিরুল ইসলাম, মোঃ জসিম মোল্লা সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অত্র স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে ১-৩ রোল পর্যন্ত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon