হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালের শ্রীরম্ভায় ডক্টর ফরহাদ হোসেন দাখিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে এ ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় মাদরাসার প্রতিষ্ঠাতা রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার বলেন প্রত্যন্ত গ্রামে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে ফলাফল প্রকাশের ব্যাবস্থা গ্রহন করা হয়। প্রত্যন্ত এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে দ্বীনি শিক্ষার আলো পৌছে দিতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিগত সময় অনেক চড়াই উৎরাই পেরিয়ে হাটিহাটি পা পা করে আমরা আমাদের দ্বীনি প্রতিষ্ঠান থেকে কুরআন এর আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে আমাদের এ আয়োজন। সমাজের বিত্তবানরা ও এমন মহতী উদ্যোগের সাথে সামিল হবেন এমনটাই প্রত্যাশা করেন ডক্টর ফরহাদ হোসেন।
মাদ্রাসার সুপার আব্দুর রউফের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাওলানা আলহাজ্ব আব্দুল মান্নান গাজী, বিশেষ অতিথি ডা. লিয়াকত আলী শেখ, মো. মাসুম গাজী, মো. বুলবুল শেখ প্রমুখ।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব ও আদর্শিক মূল্যবোধ এবং নৈতিক দৃষ্টিভঙ্গি বিষয়ে উপস্থিত অভিভাবক বৃন্দগণের মাঝে তুলে ধরেন। সন্তানদের ভবিষ্যতে দেশ গড়ার প্রত্যয় নিয়ে আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান। একই সাথে মাদ্রাসাটিতে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তির এই বিষয়ে সবাইকে অবহিত করেন।
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে বিভিন্ন শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্ট করায় মোট ৪৮ জন শিক্ষার্থীকে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. এস, এম ফরহাদ হোসেন এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার সুপার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য