রাবি প্রতিবেদক
ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য “থার্টি ফার্স্ট নাইট” উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে অনুমতি ছাড়া বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি. চত্ত্বরের পিঠার দোকানসমূহ বন্ধ থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সামজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যেগকে প্রশংসনীয় বলছেন শিক্ষার্থীরা। তবে নির্দিষ্ট একদিন নয়, সবসময়ের জন্য এই আইন চান তারা। এছাড়া এই উদ্যোগ কতটা কার্যকর হবে, সেটা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
মন্তব্য