শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
 

কাউখালীতে রং মেশানো সিং মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪

---

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী দক্ষিণ বাজার অভিযান করেন উপজেলা প্রশাসন। এ সময় চাষের শিং মাছে  রং মিশানোর অভিযোগে মাছ বিক্রেতা কে ভ্রমণ আদালতে  আর্থিক জরিমানা করা হয়।

পিরোজপুর জেলার সদর উপজেলার   সারিকতলা ডুমুর তলা এলাকার   মাছ  ব্যবসায়ী রুহুল আমিনকে রং মিশানো মাছ বিক্রির অভিযোগ  ভ্রাম্যমান আদালত ২ হাজার  টাকা জরিমানা করেছে। জানা যায় কাউখালী  হাটের দিনে দক্ষিণ বাজারে অসাধু ব্যবসায়ীরা  প্রায় সময়  রং মেশানো মাছ বিক্রি করে ।সোমবার সকালে এই অপরাধ ভ্রম্যমান আদালতে সামনে ঘটলে  ঔ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ।

এ ব্যাপারে  সহকারী কমিশনার  ভূমি সুদীপ্ত  দেবনাথ বলেন, বাজারে কোন রং মেশানো,  পঁচা দুর্গন্ধযুক্ত মাছ, মানবদেহে নানা রোগের সৃষ্টি করে যে কারণে প্রশাসন সতর্ক অবস্থায়।

যদি কোন ব্যবসায়ী মানব দেহের জন্য ক্ষতিকর কোন কিছুই বিক্রি করে  তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। তিনি আরো জানান আমরা নিয়মিত বাজার পরিদর্শন করি,  সিন্ডিকেটের মাধ্যমে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় মালামাল যদি সরকার নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দামে  বিক্রি করে  তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon