নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক গত ২৩ তারিখ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, বিশ্ববিদ্যালয়সহ মোট ১১ টি ইউনিটের কমিটি অনুমোদন করেন। এই ১১ ইউনিট কমিটির মধ্যে একজনও সনাতন ধর্মাবলম্বী ছাত্রনেতা পাওয়া যায়নি।
গোপন সূত্রে জানা যায় এই কমিটিগুলো অনুমোদন দেওয়ার পূর্বে কোন সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দর সাথে পরামর্শ করা হয়নি এবং ঢাকা মহানগর বিএনপি’র উত্তর এবং দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ নেওয়া হয়নি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে সনাতন ধর্মাবলম্বী অনেক গোষ্ঠী বা এলাকা রয়েছ সেখানে হাতে গোনা কিছু সনাতন ধর্মের নেতৃবৃন্দ রয়েছেন। তাদের কাছে ছাত্রদলের কমিটি গুলোতে সনাতন ধর্মাবলম্বী ছাত্রনেতা না রাখা নিয়ে মতামত জানতে চাইলে একজন বলেন
বিষয়টা খুব দুঃখজনক ১১টি ইউনিটের মধ্যে সনাতন ধর্মের একটি ছাত্র নেতা দেখতে পেলাম না। কোন ইউনিটে কতো জন সনাতন ধর্মের ছাত্র রাজনীতি করে আমার জানা নেই। সনাতন ধর্মাবলম্বী লোক কম। তাই কমবেশি অনেকেই চিনি। তবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের একটি ছেলেকে আমি চিনি বা জানি। সে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছে নাম বিপ্লব মিত্র। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আমাদের সনাতন ধর্মাবলম্বী সক্রিয় পরিশ্রমী ত্যাগী ছাত্রনেতা ( হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র কল্যাণ ফ্রন্টের ঢাকা মহানগরীর (উত্তর -দক্ষিণ) সাবেক যুগ্ন আহবায়ক,, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ৪০ নং ওয়ার্ড ভাটারা থানা, সাবেক সভাপতি ৪ নং ওয়ার্ড ভাটারা ইউনিয়ন ) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১৪ জন কমিটির মধ্যে সুপার ফাইভে থাকার মত সব যোগ্যতা বিপ্লব মিত্রের রয়েছে। তবুও কেন তাকে ১৪ জনের কমিটিতে স্থান দেওয়া হলো না তা আমার জানা নেই। তবে আমাদের এমন নেতা কর্মীদের অবমূল্যায়ন হলে আমরা ক্ষতির সম্মুখীন হব। আমাদের জাতীয়বাদী দল এখনো সরকার গঠন করেনি। তাই সকল বিষয় বিবেচনা করে কমিটিগুলো হলে দলের জন্য মঙ্গল হবে।
বিশ্ববিদ্যালয় ও মহানগর কমিটি করতে গেলে কয়েকটি বিষয়ের উপরে জোর দিয়ে কমিটিগুলো অনুমোদন করতে হয়। কিন্তু সেই বিষয়গুলোর উপর নজর দেওয়া হয়নি।
মন্তব্য