শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
 

ইবির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিকে কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪

---

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিনি আত্মসমর্পণ করে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁর জামিনের আবেদন না মঞ্জুর করে গ্ৰেফতার দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্ৰেফতারকৃত ব্যক্তির নাম মো: মামুন অর রশিদ রবি। তিনি ইবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলার ঘটনায় আহত মোঃ আরমান মীর (২৫) নামে এক যুবক গত ৩০ অক্টোবর কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মামুনকে ১৮ নম্বর আসামি করা হয়

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon