আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণ বাড়িয়া জেলা সরাইল উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার সহ সকল A+ প্রাপ্ত পাওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহেলী শারমিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আব্বাস উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয়ের প্রতিষ্টাতা আনোয়ার হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্হাপনা পরিচালক সৈয়দা ফারাজানা খানম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জিয়াউর রহমান মাস্টার, ইয়াছিন মাস্টার, ইলিয়াস অনিত মাস্টার, মহসিন মাস্টার, মানিক মাস্টারসহ অভিভাবক বৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের
প্রতিষ্টাতা উপস্থিতি অভিভাবক গণের উদ্দেশ্যে শুভেচছা বক্তব্য রাখেন। পরে বিদ্যালয় পরবর্তি বছর কিভাবে চলবে এর উপর বক্তব্য রাখেন এবং অভিভাবকদের মতামত গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষার্ধে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
মন্তব্য