ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল ১২টা থেকে শুরু হয়ে ৩টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার,পরিবার পরিকল্পনার কর্মীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ও গ্রাম পুলিশদের নিয়ে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
এই পর্যালোচনা সভায় অন্যান্য বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আজাদ খান, ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির, বদরুদ্দীন মেধা, মেম্বারদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ হায়দার আলী, মোঃ ফজলু মেম্বার, রি-শাদ বেগ সহ অনেকে। সবাই উপজেলার পরিবার পরিকল্পনার টিকা দান কর্মসূচির কর্মীবৃন্দ, সরকারি বিভিন্ন সুবিধা ভোগী প্রতিষ্ঠান, স্কুল, মাদরাসার শিক্ষক গ্রাম পুলিশের সহায়তায় যার যার অবস্থান থেকে শতভাগ জন্ম ও মৃত্যু সঠিকভাবে নিবন্ধন করার ওপর জোর দেন এবং এ ব্যাপারে সকলকে সফলতা অর্জনের জন্য দায়িত্ব সহকারে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় সকলের সম্মতিক্রমে ৪৫দিনে শিশুর জন্ম নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ করার ঘোষণা দেন।
আবুল কালাম
মন্তব্য